কক্সবাজার সমুদ্র সৈকত

bdnews24

খালেদার কান্না

অন্য কারো দুঃখ দেখে খুশি হওয়ার শিক্ষা আমি পাই নাই। কিন্তু এই নোংরা মহিলার কান্না দেখতে ভালই লাগছে। তোমার কারণে বাংলাদেশের কত শত মায়েরা নিরন্তর কেঁদে চলেছে, সেটা কে দেখবে? তোমার গুণধর পুত্র কত মায়ের কান্নার কারণ হয়েছে সেটা কেন ভাববে না। তোমার শক্তি ছাত্রদলের তাণ্ডবে কত মায়ের বুক খালি হয়ে গেছে তা কেন চিন্তা করনি। এখন নিজের ছেলের কষ্ট দেখে কাঁদছো। কাঁদো, কাঁদো, তোমাকে আরও কাঁদতে হবে। তোমার আরও কান্না আমরা দেখতে চাই। তোমার সন্ত্রাসী ছেলেকে ফাঁসীতে ঝোলানো হবে। তখন কি করবে?
চোরের মায়ের কান্না! হাহ!

খবর: বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হবার পর হাসপাতালে গিয়ে তার বড় ছেলে তারেক জিয়াকে দেখে কেঁদে ফেলে।

ছবি কৃতজ্ঞতা: ই-মেলা

BBC Asia-Pacific

CNN.com - Asia