কিছু কিছু বিষয় আমি সত্যিই বুঝি না। শেখ হাসিনা হলেন একজন অভিযুক্ত ব্যক্তি। আসামী বলা নাকি যাবে না। তা সে যাই হোক। তার বিরুদ্ধে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিসাধনের গুরুতর অভিযোগ রয়েছে। সেই তাকে অসুস্থতার অজুহাতে বিনাশর্তে মুক্তি দেয়া হল। সরকার বলছে দুই মাসের জন্য মুক্তি দেয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের মুখপত্র বলছে কোন শর্ত ছাড়াই তিনি মুক্তি পেয়েছেন। সরকার এর কোন প্রতিবাদ বা ব্যাখ্যা দেয়নি। এ থেকে কি এটাই বোঝা যায় যে আসলেই কোন শর্ত তার মুক্তির বিনিময়ে করা হয়নি। লোকে বলে, দুমাস পর দেখা যাবে তাকে গ্রেফতার করা হবে না। এর মধ্যে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে তা তুলে নেয়া হবে অথবা মামলাগুলো তাড়াতাড়ি বিচার শেষ করে তাকে খালাস দেয়া হবে।
আচ্ছা, শর্ত থাক বা না থাক, কিংবা আগামীতে তাকে মুক্তি দেয়া হোক বা না হোক, বর্তমানে তিনি তো একজন আটককৃত আসামী। কোর্টে তার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় তাকে মুক্তি দেয়ার মাধ্যমে কি দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হল না? একজন সাধারণ মানুষকে কি অসুস্থতার অজুহাতে মুক্তি দেয়া হবে? না মোটেও না। তাহলে কি? তিনি ভিআইপি পারসন সেজন্য? এটাকেই কি গণতন্ত্র বলে? এটা কি রাজতন্ত্রের মত হয়ে যাচ্ছে না? নাকি বিদেশী শক্তিদের ধমকের কাছে সরকার মাথা নত করেছে?
ঠিক বুঝিনা।