কক্সবাজার সমুদ্র সৈকত

bdnews24

সংলাপ

হায় সংলাপ!
যে সংলাপের ফল হিসে এসেছে ১/১১ , সেই সংলাপের ভণ্ডামো শুরু হয়েছে আবার। এই সংলাপ নিয়ে নিজেদের শাসনকালের শেষ সময়ে বিএনপি সরকার বিরোধী দল আওয়ামী লীগের সাথে যে বদমায়েশীটা করেছিল, তার ফলেই না দেশ জুড়ে অরাজকতা শুরু হল। আবারও এই নির্দলীয় সরকারের আমলে শুরু হয়েছে সেই প্রতারণার কারসাজি। এরা কি কারো অসমাপ্ত কাজ সমাপ্ত করার ভার ঘাড়ে তুলে নিয়েছে? দেশে কি এবার সত্যিই সামরিক শাসন আসছে? সামরিক শাসনকে অনিবার্য করে তোলার প্রচেষ্টা থেকেই কি এতকিছু, এত পায়তারা?

BBC Asia-Pacific

CNN.com - Asia