কক্সবাজার সমুদ্র সৈকত

bdnews24

জামাতী পেইড ব্লগার চেনার উপায় কি?

জামাতী পেইড ব্লগার চেনার উপায় কি?
১৪ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
লিখেছেন: সুশান্ত সামহোয়ার ইন ব্লগ

এই নিয়ে একটা লেখা দিয়েছিলাম , ভালো রেসপন্স পাওয়া গেছে। এখানে দেখুন:

১। সুরা-আয়াত কপি পেস্ট করে
২। বাংলাদেশ আওয়ামী লীগ কে বা-আ-ল বলে ডাকে
৩। হাসিনা কে হাছিনা বলে
৪। ১৯৭১ রিলেটেড পোস্ট এ লুকিয়ে ১ মার্কিং করে
৫। প্রথম হল এরা বলবে অতীত ঘাটতে গেলে অনৈক্য হবে দেশে।
৬। ত্রিশ না তিন লক্ষ সেটা নিয়ে চেচাঁবে
৭। বাংলাদেশী জাতীয়তাবাদ।
৮। পশ্চিম দিকে মুখ করে সিজদা দেয় কারন পাকিস্তান পশ্চিমে, কাবাঘরের জন্য নয়।
৯। শেখ মুজিব আর জিয়াকে একি কাতারের নেতা বানাবে। শেখ মুজিবের স্বাধীনতা পরবর্তী ভুলকে স্বাধীনতা সংগ্রমের নেতৃত্বের চেয়ে বড় করে দেখাবে।
১০। যুদ্ধাপরাধীর বিচার চাইনা সেটা বলবেনা, বলবে বিচার চাই, কিন্তু আদালত ঠিক করবে কে যুদ্ধাপরাধী।
১১। রবীন্দ্রনাথ আর নজরুল নিয়ে প্যাঁচ লাগাবে, বলবে নজরুলের নোবেল পাওয়া উচিত ছিল। অথচ এরাই নজরুলকে মুরতাদ ঘোষণা করেছিল।
১২। গালাগালি করা হলো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ ।
১৩। ৭১ কে গন্ডগোল বলবে, অথবা সিভিল ওয়ার।
১৪ । গোআ'কে বলবে ভাষা সৈনিক।
১৫ । বংগবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি। বলবে বংগবন্ধু আরো আগে স্বাধীনতা ঘোষণা দিলে এত রক্ত ঝরতনা।
১৬ । আওয়ামীলীগাররা যুদ্ধের সময় ভারতে পালাইছিল। বলবে শেখ মুজিব পাকিস্তানিদের হাতে বন্দি ছিল, তাই সে মুক্তিযুদ্ধা না।
১৭ । জামাতের বিরুদ্ধ বললে বলবে ইসলামের বিরুদ্ধে বলতেছে।
১৮ । মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে বলবে ভারতের দালাল।
১৯ । বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সাপোর্ট করবে, পাকিস্তান হেরে গেলে বলবে ওরা ইচ্ছে করেই হেরেছে, অথবা বলবে জুয়ারিদের হাত ছিল।
২০। মওদুদীকে বলবে এশিয়ার সবচাইতে বড় ইসলামিক স্কলার।
২১ । মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে বললে বলবে মাদ্রাসা থিকায় আলোকিত(!) মানুষ বের হয়। বলবে থানায় গিয়ে খোঁজ নেন কয়জন মাদ্রাসার ছাত্রের ক্রিমিনাল রেকর্ড আছে।
২২ । সাইদীর মত বলবে আওয়ামীলীগকে ভোট দিলে ঈমান থাকবেনা।
২৩ । ইসলামের নাম দিয়ে সুদকে হালাল বানাবে।
২৪ । সাইমুম সিরিজ পড়বে, নয়াদিগন্ত থিকা রেফারেন্স দিবে।
২৫। রাজাকারের নাম জানতে চাইলেই লগ অফ করবে।
২৬। গু আযম'র ছবির পোষ্টের এগেনেষ্টে পর্ণো ছবি পুষ্টাইলে কইবে আমারে ধর্ষন করছে। তখন তারে ৭১ এর ধর্ষন সম্পক্কে জিগাইলে ১৯ বছরের নাবালিকা কইয়া সহানুভুতি পাইতে চেষ্টা করিবে। পর্ন ছবি পোষ্ট নিয়া দিনের পর দিন কানবো মাগার লক্ষ লক্ষ মা বোনের ৭১ এর ধর্ষন কে ইসলামের গনিমতের মাল বইলা চালাইবো।
২৭। বাংলা বিকৃত করে পাকি ভাষায় বলবে যেমন শয়তান না বলে দুশমন, শত্রু না বলে জালিম........
২৮। বাংলাদেশে সুশীল পর্নোগ্রাফি ধারনার প্রবর্তক শফিক রেহমআন কে অতীব পছন্দ করিবে।
২৯ । ওগো আইডিতে ফুল,আলপোনা এগুলার ছবি বেশি থাকে।
৩০ । কথায় কথায় কোরআন শরীফ থেইকা অর্ধেক লাইন উদ্ধৃত করব, পুরাটা কইব না।
৩১ । অতীত ভুলে সামনে এগিয়ে যেতে হবে ডায়লগ দেয় ।
৩২। ওসমানী কেন আত্নসমর্পন অনুষ্ঠানে ছিল না এইটা লইয়া জল ঘোলা করার চেষ্টা করবে।

কোন কিছু মিস্ হয়ে গেলে জানাবেন।

BBC Asia-Pacific

CNN.com - Asia