কক্সবাজার সমুদ্র সৈকত

bdnews24

মুন্সীগঞ্জে খালের পানিতে সাপের যুগল নৃত্য!

নাচ নাগিনী নাচ রে...
মামুনুর রশীদ খোকা, মুন্সীগঞ্জ

সাপুড়ের বীন বাজানোর মাধ্যমে খাঁচা থেকে বের করে আনা সাপের নাচ গ্রাম-গঞ্জে প্রায়ই দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে সাপুড়ে নেই, নেই বীনের সুর। কেবল টলমলে খালের পানিতে সাপ দুটি নেচে নেচে বিনোদন দিচ্ছে শত শত দর্শনার্থীকে। গেল সপ্তাহের শনিবার বিকেলে চৌধুরীবাজার মঠের পাশের সাতানিখিল খালের পানিতে সর্পযুগলের নাচের অভূতপূর্ব দৃশ্য প্রথম চোখে পড়ে এলাকাবাসীর। সাপ দুটির নৃত্যশৈলীতে মুগ্ধ হয়ে পড়েন সবাই। এতে সাপ দুটিকে মেরে ফেলার চিন্তাও মাথায় আসেনি কারো। বরং সাপের নৃত্যে মুগ্ধ-বিমোহিত সবাই। প্রতিদিন বিকেলে সাপ দুটি আসে এখানে, আর তালে তালে নেচে চলে ২, ৩ কিংবা ৪ ঘণ্টা একটানা।
সাপ নিয়ে অনেক ছায়াছবি তৈরি হয়েছে। হিন্দু ধর্মেও রয়েছে সাপকে নিয়ে নানা পৌরাণিক কাহিনী। আর মুন্সীগঞ্জের সাপের নাচ নিয়ে এখানে চলছে মাতামাতি। প্রতিদিন এখানে সাপের এই নৃত্যদৃশ্য প্রত্যক্ষ করতে উল্লাসে ছুটে আসছে কিশোর, তরুণ-তরুণী, আবালবৃদ্ধবনিতা সবাই। এ অঞ্চলের লোকজন বুধবার সর্বশেষ সাপ দুটির নাচের দৃশ্য দেখতে পেয়েছেন। তবে বৃহস্পতি ও গতকাল শুক্রবার সাপের নাচের এই দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়েছেন তারা।
সাপ দুটি নেচে থাকে দিনে দু’তিনবার, ৩ থেকে ৪ ঘণ্টা, মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউপি ভবনের পার্শবর্তী চৌধুরী বাজারের সুউচ্চ মঠের পাশ দিয়ে বয়ে চলা সাতানিখিল খালের পরিষ্কার টলমলে পানিতে। সাড়ে ৪ থেকে ৫ ফুট লম্বা কালো আর পেটের অংশে সাদা রঙের সাপ দুটির নাচের দৃশ্যের প্রত্যক্ষদর্শীরা একে নাগ-নাগিনীর নাচন বলে অভিহিত করছেন।
এদিকে এলাকায় এই সাপ দুটি নিয়ে ছড়িয়ে পড়ছে নানা কল্পকাহিনী। কেউ কেউ বলছেন, এ দুটি আসলে দাঁড়াশ সাপ। আবার ধর্মপ্রাণ অনেক হিন্দু এগুলোকে সাপ বলতে নারাজ। তাদের চোখে এরা দুই সাক্ষাৎ দেবতা। এলাকার হারেশ শেখ সাপ দুটিকে আধ্যাত্মিক শক্তিধর কিছু মনে করছেন। আর এ অঞ্চলের নামকরা সাপুড়ে ডাবলু সাপ দুটিকে ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তিনি এখন আছেন ভয়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, পানিতে নেমে সাপ ধরার পরপরই অন্য রূপ নিয়ে নিচ্ছে। তাই শত চেষ্টা করেও তালুবন্দি করতে পারিনি। আসলাম শেখ (৩৫) এখন ভয়ে জ্বরে ভুগছেন। এলাকাবাসীর মতে, এই স্থানটিতেই একদা হিন্দু জমিদার কেদার চৌধুরীর বাড়ি ছিল। মেয়ের জন্য প্রায় সাড়ে ৩ শ’ ফুট উচ্চতার মঠটি তৈরি করেছিলেন আড়াই শ’ বছর আগে। মঠের ঠিক ওপরে ছিল একটি কলসি। সেখানে অনেক ধনরত্ন রয়েছে বলে কথিত আছে। এছাড়া ওই মঠে হিন্দুরা পূজা-অর্চনা করতেন। মঠের ভেতর দুটি সাপ পুষতেন জমিদার কেদার চৌধুরী। সেখানে সাপ দুটিকে দুধকলা ভোগ দেওয়া হতো। পরে জমিদাররা এলাকা ছাড়লে মঠটির পাদদেশে বাজার গড়ে ওঠে, যা আজকের চৌধুরীবাজার। তবে আড়াই শ’ বছরের সেই মঠটি আজ অযত্নে আর অবহেলায় পড়ে আছে। মঠের চূড়ার সেই কলসিটি গত সিডরে ভেঙে গেছে।
অপরদিকে খালের পানিতে নৃত্যরত সাপ দুটিই মঠের সেই সাপ বলে মনে করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এমনকি মুসলমানরাও দুধকলা ভোগ দিচ্ছেন সাপ দুটিকে। গতকাল শুত্রক্রবার দুপুরে দাদি বুলবুল মুখার্জি ও নাতনি দোলা মুখার্জি সাপকে ভোগ ও পূজা দেওয়া শেষে সমকালকে বলেন, ‘এ দুটি সাপ নয়। এরা দেবতা। সাপের মুখোশ পরে দেবতা এসেছে এখানে।’
স্থানীয় মহাকালী ইউপি চেয়ারম্যান সোলামিয়া বেপারী বলেন, ‘সাপ খেলা করেছে এটা সত্যি। সবাই দেখেছে। আমিও সাপ নাচতে দেখেছি। তবে এটা ঘিরে যে কথা ছড়াচ্ছে তা মিথ্যে।’
অন্যদিকে এলাকার রফিক, মোস্তফা শেখের ভাই হাশেম শেখকে সাপ দুটি ভোগ দিতে বলেছে বলে সমকালকে তাদের পারিবারিক সূত্র জানায়। গায়েবি আওয়াজের মাধ্যমে ভোগ দেওয়ার নির্দেশ পেয়েছেন বলে দাবি করেছেন তারা।

সমকাল ৯ আগস্ট, ২০০৮

BBC Asia-Pacific

CNN.com - Asia