কক্সবাজার সমুদ্র সৈকত

bdnews24

তুই রাজাকার

আজকের জনকণ্ঠ পত্রিকায় অজয় দাশগুপ্ত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে একটি মজার ছড়া লিখেছেন। কয়েকদিন আগে এই রাজাকার আদালতে দাড়িয়ে রাজাকার হিসেবে গর্বিত অহংকার প্রকাশ করেছিলেন। তারই জবাবে অজয় দাশগুপ্ত এই ছড়াটি লিখেছেন। সকলের সাথে শেয়ার করার জন্য আমি এখানে পোস্ট করে দিলাম।


'তুই রাজাকার' সাকা

অজয় দাশগুপ্ত

গর্বিত হলে রাজাকার বলে

পাপী নাকি তুমি ধৃষ্ট?

নেই অনুতাপ, পাকিদের পাপ

ফেলে যাওয়া উচ্ছিষ্ট।

পরদেশ প্রীতি, নিজ দেশে ভীতি

জাগাতে পিতা ও পুত্রে

করে ছারখার, হলে রাজাকার

দাগী যে জন্ম সূত্রে।

ষড়যন্ত্রী কখনো মন্ত্রী

কখনো বা উপদেষ্টা

হাতরাঙ্গা খুনে, কি কপাল গুণে?

চেটে খেলে পুরো দেশটা।

এর, ওর দলে, ছলে কৌশলে

প্রতিক্রিয়ার সখা

দিলে রেখে দিল এ কেমন মিল

যেন পাকিদের ফকা।

গেল কত রাজা, দেয়নি তো সাজা

তুষেছে বরং দালালে

আমাদের ঘটে, বুদ্ধিও বটে

জাগে শুধু চোর পালালে।

যত কর তেজ, কুকুরের লেজ

হামেশাই থাকে বাঁকা

নেই সম্মান তারই প্রমাণ

"তুই রাজাকার" সা, কা।

0 comments:

BBC Asia-Pacific

CNN.com - Asia