কাঠগড়ায় একটি অন্যরকম চেয়ার
সমকাল ডেস্ক
সমকাল ডেস্ক
কাঠগড়ায় ১১ আসামির জন্য রাখা হয়েছে ১১টি চেয়ার, এর মধ্যে একটির রঙ-নকশা-আকার আলাদা। এজলাসের পাশে অস্থায়ী হাজতখানার কক্ষের মেঝে মুড়ে দেওয়া হয়েছে সবুজ কার্পেটে। রাখা হয়েছে ড্রেসিং টেবিলও। গ্রেফতারের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ সোমবার প্রথমবারের মতো হাজির করা হচ্ছে আদালতের কাঠগড়ায়। তাই বিশেষ জজ আদালত-৯-এ একটু ভিল্পুরকম সাজ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গতকাল রোববার সংসদ ভবন এলাকায় এ আদালতে গিয়ে দেখা যায়, কাঠগড়াটির আয়তন কয়েকগুণ বাড়ানো হয়েছে। দুই/তিন জনের কাঠগড়ার আয়তন বাড়িয়ে ১১ জনের উপযোগী করা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে ১১টি চেয়ার। এর মধ্যে দশটি চেয়ার একই রকম, চকলেট রঙের। বাকি চেয়ারটি ভিল্পুরকম। একটু বড়, নকশা আলাদা ত্রিক্রম রঙে সফেদ।
এ আদালতের অস্থায়ী হাজতখানাও সাজানো হয়েছে নতুন করে। মাঝারি আকারের একটি কক্ষের পুরো মেঝে সবুজ কালারের কার্পেটে মুড়ে দেওয়া হয়েছে। পাঁচজন বসা যাবে এমন নতুন সোফাসেট আনা হয়েছে। এ কক্ষে রাখা হয়েছে একটি ড্রেসিং টেবিলও।
আদালতের এজলাসে আইনজীবী, সাংবাদিকসহ অন্যদের সবার জন্য আসন সংখ্যাও বাড়ানো হয়েছে।
গ্রেফতারের প্রায় ৮ মাস পর নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সোমবার এ আদালতে হাজির করার কথা রয়েছে।
উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান, 'খালেদা জিয়াকে সোমবার সকালে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আদালতে হাজির হওয়ার মতো তিনি সুস্থ আছেন।'
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কো¤ক্সানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
সমকাল্ ২৬ মে ২০০৮