যে হারে দিন দিন চালের দাম বাড়ছে। তাতে কি ৪০ টাকা কেজি পার হয়ে যাবে নাকি ঠিক বোঝা যাচ্ছেনা। দেশের লোক বোধহয় আসলে অতটা টের পাচ্ছেনা। তাই কি? তা না হলে কোন প্রতিবাদ নাই কেন? অন্য দেশ হলে এতদিনে বিক্ষোভ মিছিল টিছিল নানাকিছু হয়ে যেত। কিন্তু বাংলাদেশে তার কিছুই হচ্ছেনা। এটা কি শুধু জরুরী অবস্থা চলছে এ জন্য? নাকি জাতি হিসেবে আমরা কাপুরুষে পরিণত হয়ে পরেছি।
0 comments:
Post a Comment